দুর্গাপুরের লেলিন সরণির সুপারশক্তি মেটালিক্স কারখানায় সোমবার রাতে অন্যদের সঙ্গে কাজ করছিলেন রাকেশ বাউড়ি ও ধনঞ্জয় দাস। তখনই মেশিন থেকে প্যাঁচানো তার ছিটকে ঘটে দুর্ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা রাকেশ বাউড়িকে মৃত বলে ঘোষণা করেন এবং ধনঞ্জয় দাসকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জেরে বারেবারে ঘটছে এই ধরণের দুর্ঘটনা। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কারখানা চত্বরে।
Like Us On Facebook