শিয়ান ইক্যুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সীমা দত্ত চ্যাটার্জী ও অংশু সিং বুধবার দুর্গাপুরের বাড়িতে ফিরলেন। বুধবার দুপুরে অন্ডাল বিমান বন্দরে সীমা ও অংশু পৌঁছলে পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে তাঁদের সম্বর্ধনা জানান হয়। দুর্গাপুরের বিধান নগরের গৃহবধূ সীমা দত্ত চ্যাটার্জী এই প্রতিযোগিতায় চারটি সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি। এই প্রতিযোগিতায় অংশু সিং একটি সোনা ও দুটি রুপো পান।

১৬-২১ জুন তামিলনাড়ুর কোয়েম্বাটুরে এশিয়ান ইক্যুইপড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের আসর বসে। এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ৬৩ কেজি বিভাগে চারটে সোনার পদক জিতে নেন সীমা। এছাড়াও এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার সম্মান ও পদক পান তিনি। ৮৩ কেজি বিভাগে অংশু সিং একটি সোন ও দুটি রুপোর পদক জেতেন।

এই প্রতিযোগিতায় দুর্গাপুরের গৃহবধূ সীমা কাজাকস্তান, উজবেকিস্থান, কুয়েত, ওমান, ইরান, মঙ্গোলিয়, জাপান সহ এশিয়ার অন্যান্য দেশের প্রতিযোগীদের ছাপিয়ে গিয়ে দেশের সাথে সাথে রাজ্যের এবং দুর্গাপুরের মুখ উজ্জ্বল করলেন। আজ বুধবার অন্ডাল বিমানবন্দরে সীমা ও অংশু পৌঁছানোর পর তাঁদের অভিনন্দন জানান ডিসিপি(পূর্ব) অভিষেক গুপ্তা, পশ্চিম বর্ধমান জেলার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ সেবালে, দুর্গাপুরের মহকুমাশাসক শেখর চৌধুরী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুরের বিধাননগরের গৃহবধূ সীমা ঘরের কাজকর্ম ছাড়াও একটি জিম চালান শহরে। ছোট থেকেই তাঁর পাওয়ার লিফটিংয়ে নেশা।

Like Us On Facebook