তন্ত্র সাধনার জন্য মনস্কামনা পূর্ণ করতে নরবলির প্রয়োজন। আর সেই নরবলি দিতে এক যুবতীকে টাকা ও গয়নার প্রলোভন দেখিয়ে নিতে এলে এক মহিলা সহ দুই ব্যক্তিকে স্থানীয় মানুষ ধরে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত দশটা নাগাদ দুর্গাপুরের কোক ওভেন থানার অঙ্গদপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুর পুরসভার ১০০ দিনের কাজের সুপার ভাইজার এক যুবতী দুর্গাপুর মহকুমা হাসপাতালে কর্মরত। সেই যুবতীকে স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে বেশকিছু বহিরাগত কয়েকদিন ধরেই টাকা ও গয়নার প্রলোভন দেখিয়ে পুজোর নামে নিয়ে যাওয়ার জন্য টোপ দেয়। জানা গেছে, প্রায় ছয় লাখ টাকা সহ গয়না দেওয়ার প্রস্তাব দেওয়া হয় ওই যুবতীকে। যুবতী সেই প্রস্তাবে রাজি না হলে ‌মঙ্গলবার রাতে অঙ্গদপুরের বাড়িতে এসে তিন দুষ্কৃতি তার মধ্যে এক মহিলা‌ এসে ওই যুবতীর বাবাকে‌ ফের প্রস্তাব দেয়। যুবতীর বাবা বিপদ বুঝে ঘরে তিনজনকে ঘরে আটক করে স্থানীয় ক্লাবের ছেলেদের বিস্তারিত জানান। এরপরেই স্থানীয় মানুষ এসে তিন দুষ্কৃতিকে ব্যপক মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, যুবতীর পরিবার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে যুবতীকে এত টাকা দিয়ে নিয়ে যাওয়ার কারণ জানার চেষ্টা করছে। জানা গেছে, ধৃত তিন জনই নদীয়ার বাসিন্দা।


Like Us On Facebook