কালীপুজোর দিন সাত সকালে দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের অঘটন। তবে এবার শক্তির আরাধনার দিনে পথ চলতি মানুষ মানসিক শক্তিকে জোর করে চুরির ঘটনা ঘটতে না দিয়ে উল্টে এক দুষ্কৃতীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের জনবহুল এলাকা সিটি সেন্টারের কল্পতরু কমপ্লেক্সে।
মঙ্গলবার সাত সকালে কল্পতরু কমপ্লেক্সের এইচডিএফসির এটিএমের ড্রপ বক্স ভেঙে দুই দুষ্কৃতী চম্পট দিতে গেলে এক নিরাপত্তারক্ষী উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে চোর চোর বলে চিৎকার করতে থাকেন। সেই সময় এক দুষ্কৃতী সুযোগ বুঝে একটি চারচাকা গাড়িতে উঠে পালিয়ে গেলেও অপর দুষ্কৃতীকে পথ চলতি মানুষ দৌড়ে ধরতে গেলে প্রথমে চাকু বের করে ভয় দেখাতে থাকে। কিন্তু ভয়কে জয় করে ওই দুষ্কৃতীকে ধরে গণধোলাই দেয় স্থানীয় মানুষজন। স্থানীয় মানুষ পরে ওই দুষ্কৃতীকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে ওই দুষ্কৃতী বিহারের বাসিন্দা। উৎসবের মরসুমে দুর্গাপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতী তান্ডবে ফের আতঙ্ক ছড়ায় এদিন।