বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি পুলকার রাতের অন্ধকারে পুড়ে ছাই হয়ে গেল। কে বা কারা এই ঘটনা ঘটালো সেই নিয়ে অন্ধকারে সকলেই। শুক্রবার সকালে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। দুর্গাপুরের বেনাচিতির জেকে পাল লেনের ঘটনা। স্থানীয় মানুষ জানান, জেকে পাল লেনে একটি পুকুর সংলগ্ন সুখেন রুইদাসের বাড়ি। আর বাড়ির পাশের পুকুরে অসামাজিক লোকদের ঠেক। প্রতিদিন বাড়ির সামনেই দাঁড় করানো থাকতো সুখেনবাবুর পুলকার। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে পুলকারের মালিক সুখেন রুইদাস বাড়ির বাইরে বেড়িয়ে দেখেন তাঁর পুলকার পুড়ে ছাই। এই ঘটনার পর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সব দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

পুলকারের মালিক সুখেন রুইদাস বলেন, ‘বাড়ির পাশেই পুকুর পাড়ে বাইরের লোকজনদের আনাগোনা রয়েছে। সেখানে মদের ঠেক বসে প্রতিদিন সন্ধ্যায়। ভয়ে কেউ কিছু বলতে পারে না। আমি প্রতিবাদ করেছি। তাঁরা হয়তো আমার উপর ক্ষোভে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এর আগেও রাতের অন্ধকারে দুর্গাপুরে একাধিক বাইক, গাড়ি পুড়িয়েছে দুষ্কৃতিরা। পুলিশ বহু চেষ্টা করে কয়েকজনকে ধরে। এরপরেই রাতের অন্ধকারে বাইক গাড়ি পুড়িয়ে দেওয়া বন্ধ হয়ে যায়। শুক্রবার সকালে পুলকার পোড়ার খবরে দুর্গাপুরে ফের চাঞ্চল্য ছড়ায়।

Like Us On Facebook