সাধারণ মানুষকে সচেতন করতে পানাগড়ের হাসপাতাল মোড়ের কাছে শুক্রবার বড়দিনের ভোর রাত থেকে শান্তা সেজে সাধারণ মানুষকে সচেতন করলেন কাঁকসা ট্রাফিক গার্ডেরর পুলিশ কর্মীরা। এদিন ভোরে পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কের উপর সমস্ত গাড়ি দাঁড় করিয়ে যাদের মুখে মাস্ক নেই তাঁদের মুখে মাস্ক পড়িয়ে দেন শান্তারূপী পুলিশ কর্মীরা। পাশাপাশি শীতের রাতে এক ভাঁড় গরম চা এগিয়ে দিয়ে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে রাস্তায় সাবধানে গাড়ি চালানোর আবেদন করেন পুলিশ কর্মীরা।

শুক্রবার সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে কাঁকসা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শান্তা ক্লজের হাট দিয়ে হেলমেট বিতরণ করা হল কাঁকসার বাঁশকোপায়। বড় দিনের শুভেচ্ছা জানিয়ে কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের এই অভিনব উদ্যোগ। এদিন কাঁকসা ট্রাফিক গার্ডের উদ্যোগে বাঁশকোপা টোল প্লাজার কাছে বাইক আরোহীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়ে যে সমস্ত বাইক আরোহীদের মাথায় হেলমেট নেই তাঁদের হেলমেট উপহার দেয় শান্তা ক্লজের সাজে সজ্জিত এক ক্ষুদে। পাশাপাশি এদিন সকল মানুষকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁকসা ট্রাফিক গার্ডের ওসি সুদীপ রায়, এসিপি ট্রাফিক সীমন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, ট্রাফিক পুলিশের আধিকারিক সন্দীপ সোম, এনামুল হক সহ অন্যান্য আধিকারিকরা।

Like Us On Facebook