গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওড়িশার এক দুষ্কৃতিকে ধরলো দুর্গাপুরের কোকওভেন থানা এলাকা থেকে। সঙ্গে ওড়িশায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হল দুর্গাপুর থেকে। ওড়িশার এক মোবাইল দোকানের চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে দুর্গাপুর থেকে পাকড়াও করা হয় ওই ব্যক্তিকে। ধৃতের নাম জগন্নাথ সাহু, বয়স ৩০।
কোকওভেন থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সন্ধ্যায় দুর্গাপুরে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। এবং সেখান থেকে বিপুল পরিমাণ মোবাইল, মোবাইল অ্যাক্সেসরিজ, ল্যাপটপ, পেন ড্রাইভ, সাউন্ড বক্স এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী উদ্ধার করে। উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়।
ধৃত ব্যক্তিকে জেরা করে পুলিশ জানতে পেরেছে ওড়িশার গণপতি জেলার মোহনা থানার অন্তর্গত চন্দ্রগিরির একটি মোবাইলের দোকান থেকে চুরি করা হয়েছিল উদ্ধার হওয়া সামগ্রী। পুলিশের দাবি, জেরায় ওই চুরির ঘটনায় যুক্ত থাকার কথা স্বীকার করে নিয়েছে ধৃত ব্যক্তি। এমনকি সে দুর্গাপুরের একাধিক চুরির ঘটনার সঙ্গেও জড়িত থাকার কথা জানিয়েছে। ধৃত ব্যক্তি বড়সড় কোনও পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওড়িশার মোহনা থানার সঙ্গে যোগাযোগ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার ও গ্রেফতারের পুরো বিষয়টি জানানো হয়েছে কোকওভেন থানার পুলিশের পক্ষ থেকে।