মাঝনদীর বালির চর থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের পোলেমপুরের জামনা এলাকায়। আনুমানিক বছর পঞ্চাশের ওই ব্যক্তির দেহ প্রথমে দেখতে পান দামোদরে মাছ ধরতে যাওয়া মৎসজীবিরা। তাঁরাই স্থানীয়দের বিষয়টি জানালে স্থানীয়রা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান থানার পুলিশ। খুন করার পরই দেহ নদীতে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক বছর পঞ্চাশের ওই ব্যক্তির পড়নে ছিল কার্গো প্যান্ট, গেঞ্জি ও কিটো জুতো। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ এবং দেহ কিভাবে ওই জায়গায় এল তা খতিয়ে দেখছে বর্ধমান থানার পুলিশ।

Like Us On Facebook