এক মিনিবাস চালককে উত্তেজিত জনতার মারধরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মিনিবাস কর্মীরা মঙ্গলবার দুপুরে প্রায় তিনঘন্টা দুর্গাপুরের সমস্ত রুটের মিনিবাস পরিষেবা বন্ধ রাখলেন। পরে দুর্গাপুর থানার পুলিশের আশ্বাসে ফের মিনিবাস পরিষেবা চালু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের বেনাচিতি বাজারের নাচন রোডে বিপরীতমুখী দুটি মিনিবাসের রেষারেষির মধ্যে পড়ে এক মহিলা স্কুটি চালক ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তেজিত জনতা বেধড়ক পেটালো উত্তম সেন নামের এক মিনিবাস চালককে। এই ঘটনার পর দুর্গাপুরের সমস্ত রুটের মিনিবাসের কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে মিনিবাস পরিষেবা বন্ধ করে দেন এবং দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন। প্রায় তিন ঘন্টা মিনিবাস পরিষেবা বন্ধ থাকার পরে পুলিশের আশ্বাসে ফের মিনিবাস পরিষেবা চালু হয়। ব্যস্ত দিনে হঠাৎ করে মিনিবাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে দুর্গাপুরের বিভিন্ন রুটের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook