.

দু’মাস চাকরির দাবিতে ডিপিএল কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ করে কোন প্রশাসনিক আশ্বাস মেলেনি। শাসক দলের নেতা থেকে মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী কেউই কোন সুখবর দিতে পারেন নি। ডিপিএল কারখানা কর্তৃপক্ষও ডিপিএলের কর্মরত অবস্থায় মৃত শ্রমিকদের পোষ্যদের চাকরির কোন আশ্বাস দেয় নি। আসন্ন লোকসভা নির্বাচনে মৃত ডিপিএল কর্মীদের পোষ্যরা তাই ভোট বয়কটের ডাক দিলেন। ডিপিএল কলোনিতে মৃত শ্রমিকদের পোষ্যরা নিজেদের বাড়িতে বাড়িতে ভোট বয়কটের পোস্টার দিয়ে কোন রাজনৈতিক দলকে ভোট প্রার্থনা করতে বাড়িতে আসতে নিষেধ করলেন। আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ভোট বয়কট নিয়ে দুর্গাপুরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়ায়। খবর পেয়ে দুর্গাপুরের মহকুমা কার্যালয় তৎপরতা শুরু করেছে বলে জানা গেছে।

দুই বর্ধমান জেলার খবরে আপডেটেড থাকতে আপনার ফেসবুকে ‘See First’ অ্যাক্টিভেট করুন

Like Us On Facebook