নিউ টাউনশিপ থানার পুলিশের মানবিক মুখ দেখল দুর্গাপুর। এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী পথ ভোলা যুবতীকে মায়ের কাছে পৌঁছে দিয়ে সন্তান হারানোর যন্ত্রণা ভুলিয়ে মায়ের মুখে হাসি ফোটালো দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার ওসির নেতৃত্বে পুলিশ কর্মীরা। জানা গেছে, এই কনকনে শীতের মধ্যে দুর্গাপুরের এমএএমসির নবপল্লীর শিবতলা এলাকায় রাস্তার ধারে মানসিক ভারসাম্যহীন এক যুবতী গত কয়েকদিন ধরে পড়ে ছিল। গায়ে ছিল না কোন শীত বস্ত্র। স্থানীয় মানুষ ভারসাম্যহীন আদিবাসী এই মহিলাকে দেখে নিউ টাউনশিপ থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দারের নেতৃত্বে নিউ টাউনশিপ থানার পুলিশ আদিবাসী ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তাঁকে প্রয়োজনীয় শীত বস্ত্র ও খাবার দেন। এবং উদ্ধার পর্ব থেকেই ওই আদিবাসী ভারসাম্যহীন যুবতীকে যত্ন-আত্তি করে থানায় রাখেন নিউ টাউনশিপ থানার মহিলা পুলিশ কর্মীরা।
এরপর নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দার ওই মহিলার ছবি সম্বলিত একটি নিখোঁজ বিবরণ দিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। এই বিষয়টি পশ্চিম বর্ধমান জেলার আদিবাসী গাঁওতার সদস্যদের নজরে আসে। এরপরেই নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দারের সঙ্গে যোগাযোগ করে আদিবাসী গাঁওতার সদস্যরা দাবি করেন ওই মহিলা সিটি সেন্টারের পলাশ ডিহার বাসিন্দা। পলাশ ডিহার বাসিন্দা রানী টুডুর মেয়ে। এরপরেই নিউ টাউনশিপ থানার ওসি ও পুলিশ কর্মীদের তৎপরতায় রানী টুডুর মেয়ে বছর পঁচিশের বামুনি মূর্মূকে সন্তান হারানো রানী টুডুর হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই মানবিক মুখ দেখে খুশি জেলা আদিবাসী গাঁওতার সদস্যরা। হারানো মেয়েকে ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন মা রানী টুডু। তিনি বলেন, ভাবতে পারিনি মেয়েকে আবার খুঁজে পাবো। আমি পুলিশের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
আদিবাসী গাঁওতা নেতা শ্যামল মুর্মু জানান, রাজনৈতিক কারণে পুলিশের উপর পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে বটে। পুলিশ সমালোচিত হয়। কিন্তু আজ দুর্গাপুরের নিউটাউন শিপ থানার পুলিশ যে মানবিকতার প্রমাণ রাখলো, তা সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে থাকবে। শ্যামলবাবু বলেন, ‘দুর্গাপুরের গাঁওতার তরফ থেকে নিউ টাউনশিপ থানার পুলিশের এই ভূমিকাকে স্বাগত জানাচ্ছি।’
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, ‘পুলিশ বন্ধু, পুলিশ সব সময় মানুষের সুবিধার জন্য কাজ করে থাকে। তারই প্রমাণ আবারও রাখল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। আগামী দিনেও এর কোন ব্যতিক্রম হবে না।’ নিউ টাউনশিপ থানার ওসি বিজন সমাদ্দার বলেন, ‘আমরা পুলিশ কর্মী। আমরা আমাদের ডিউটিটাই শুধু করেছি।’