সারা দেশের সঙ্গে বহু প্রতীক্ষিত করোনা প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া শুরু হল দুর্গাপুরে। শনিবার সকাল ঠিক সাড়ে দশটায় কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের তত্ত্বাবধানে দুর্গাপুরে সৃজনী অডিটোরিয়ামে পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য দফতরের কড়া নজরদারিতে শনিবার সকাল সাড়ে দশটায় কোভিশিল্ড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। প্রথম সারির একশো জন কোভিড যোদ্ধাকে এদিন টিকাকরণ করা হবে বলে জানা গেছে। তারমধ্যে চিকিৎসকরা সহ পুরসভার বিভিন্ন স্তরের স্বাস্থ্য কর্মীরা রয়েছেন।
সৃজনী অডিটোরিয়ামে এদিন করোনা মোকাবিলার টিকাকরণকে কেন্দ্র করে উৎসবের আমেজ তৈরি হয়। এদিন দুর্গাপুরের পানাগড় স্বাস্থ্য কেন্দ্রেও একশো জন স্বাস্থ্য কর্মীকে টিকাকরণ শুরু হয়। পশ্চিম বর্ধমান জেলার উপস্বাস্থ্য আধিকারিক বিশিষ্ট চিকিৎসক কেকা মুখার্জী বলেন, ‘আজ দুর্গাপুর ও পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে একসঙ্গে কোভিড ভ্যাকসিন দেওয়া শুরু হয়। নির্ধারিত সময় সকাল ঠিক সাড়ে দশটায় টিকাকরণ শুরু হয়। আজ প্রথম পর্বে দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে একশো জন স্বাস্থ্য কর্মীকে এবং পানাগড় স্বাস্থ্য কেন্দ্রে একশো জন স্বাস্থ্য কর্মীকে টিকা দেওয়া হচ্ছে। কো-উইন পোর্টালে নথিভুক্ত নাম অনুযায়ী ভ্যাকসিন দেওয়ার কাজ আজ শুরু হল। এরমধ্যে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা রয়েছেন। টিকা দেওয়ার পর আধ ঘন্টা সকলকেই টিকাকরণ কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হচ্ছে।’ যারা টিকা নিচ্ছেন এবং পর্যবেক্ষণে রয়েছেন, তাঁদের শরীরে কোন অসুবিধা দেখা যায় নি বলে জানান জেলার উপ মূখ্য স্বাস্থ্য আধিকারিক।