করোনা আতঙ্কের মধ্যেই পথ হারানো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে সোমবার রাতে দুর্গাপুর রেলস্টেশন থেকে নিজের বাড়িতে ফেরাতে বিশেষ উদ্যোগ নিলেন দুর্গাপুরের পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল ও রেল পুলিশ। লকডাউনের সময় সোমবার সন্ধ্যা থেকে দুর্গাপুর রেলস্টেশনে এক মহিলাকে ইতস্তত ঘুরে বেড়াতে দেখেন দুর্গাপুর রেলস্টেশনের কর্তব্যরত রেল পুলিশ কর্মীরা। মহিলা কেন রেলস্টেশনে ঘোরাঘুরি করছেন এই প্রশ্ন করলে রেল পুলিশ ওই মহিলার মধ্যে অস্বাভাবিকতা এবং কথাবার্তায় অসংলগ্নতা লক্ষ্য করে। এরপরেই রেল পুলিশ ওই মহিলাকে রেলস্টেশনে কড়া নজরদারিতে আটকে রেখে মহিলার ছবি তুলে খোঁজখবর শুরু করে।

এদিকে, এই খবর পৌঁছয় স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের কানে। কালবিলম্ব না করে বিশ্বনাথ পাড়িয়াল দলীয় সহকর্মীদের সাহায্যে ওই মহিলার ছবি দিয়ে তাঁর বাড়ির হদিশ পেতে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেন। এরপরেই জানা যায় ওই মহিলা দুর্গাপুর রেলস্টেশন সংলগ্ন স্টেশন রোডের বাসিন্দা। তাঁর পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে সোমবার রাতেই দুর্গাপুর রেলস্টেশনে এসে প্রয়োজনীয় প্রমাণ দিয়ে রেল পুলিশের হেফাজতে থেকে বাড়িতে নিয়ে যান ওই মহিলাকে। রেল পুলিশ ও স্থানীয় বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের মানবিক মুখ দেখে ওই মহিলার পরিবারের লোকজন তাঁদের কৃতজ্ঞতা জানান।

বিশ্বনাথ পাড়িয়াল বলেন, ‘আমি এই এলাকার একজন জনপ্রতিনিধি এবং বাসিন্দা।এই দুঃসময়ে আমার এলাকায় কোন মানুষ বিপদে পড়লে আমি তার পাশে থাকবো এটাই তো স্বাভাবিক ব্যাপার। আমি যখন খবর পেলাম একজন মানসিক ভারসাম্যহীন মহিলা দুর্গাপুর রেলস্টেশন রয়েছে। বাড়ির ঠিকানা নাম-ধাম কিছুই বলতে পারছেন না, তখন তাঁর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করি। তারপর জানতে পারি ওই মহিলার বাড়ি দুর্গাপুর রেলস্টেশনের সিনেমা হল রোডে। তারপর বাড়ির লোকজন এসে মহিলাকে বাড়ি নিয়ে যান। দেশে লকডাউন চলছে। চরম উৎকণ্ঠায় ছিলেন তাঁর পরিবারের লোকজন। তাই মহিলাকে নিজের বাড়িতে ফেরাতে পেরে আমি একটু স্বস্তি পেলাম।’

Like Us On Facebook