.

অন্যান্য বছরের মতো এবারও ১ জানুয়ারি থেকে দুর্গাপুরের কল্পতরু মেলা শুরু হচ্ছে। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। করোনা আবহের মধ্যে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই এবারের কল্পতরু মেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি। বুধবার সকালে কল্পতরু মেলার শেষ পর্যায়ের প্রস্তুতি দেখতে মেয়র গ্যামন ব্রিজ এলাকায় কল্পতরু মেলা ময়দানে যান। প্রস্তুতি দেখেন এবং মেলা কমিটির সদস্যদের সঙ্গেও কথা বলেন। মেয়র দিলীপ অগস্থি বলেন, ‘এবার করোনা আবহের মধ্যে কল্পতরু মেলা শুরু হচ্ছে। তাই স্বাস্থ্যবিধি মেনেই মেলা হবে। মেলায় আগতদের মুখে মাস্ক ব্যবহার করতে হবে। এবার কল্পতরু মেলায় ২২০ টি স্টল হচ্ছে। অন্যবারের তুলনায় অনেক কম স্টল হবে। শারীরিক দুরত্ব বজায় রাখার জন্য মেলায় স্টলগুলির মধ্যেও দুরত্ব রাখা হয়েছে। কল্পতরু মেলার সঙ্গে এবারও বই মেলা হবে। এবার বইমেলায় ৫১ টি স্টল হচ্ছে।’

Like Us On Facebook