.
পেশায় রিক্সাচালক সুনীল রুইদাসের চার সন্তান। তার মধ্যে দুটি কন্যা সন্তান। এরপর পঞ্চম সন্তান কন্যা জন্ম নেওয়ার পর স্ত্রীর সঙ্গে পরামর্শ করে শিশুটিকে মাটিতে পুঁতে দেন বলে অভিযোগ। দুর্গাপুরের প্রান্তিকা মোড় সংলগ্ন নিশানহাট এলাকার বাসিন্দা সুনীল রুইদাস। বৃহস্পতিবার সকালে স্থানীয় কচিকাঁচারা মাঠে খেলতে গিয়ে শিশুটির কান্নার আওয়াজ শুনে মাটির গর্ত থেকে তাকে তুলে নিয়ে আসে এবং পড়শিদের জানায় সব কথা। স্থানীয় মানুষ শিশুটিকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। পরে স্থানীয় লোকজন ক্ষোভে ফেটে পড়ে সুনীল রুইদাসকে আটকে রাখে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সুনীল তাঁর কুকীর্তি স্বীকার করে নেন। সুনীল রুইদাস পুলিশ ও স্থানীয় মানুষকে জানান, তাঁর দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। এরমধ্যে ফের একটি কন্যা সন্তান জন্ম নেয়। তাই এই দুঃসময়ে কিভাবে তাঁকে খেতে দেবে সেকথা চিন্তা করেই স্বামী-স্ত্রী উভয় মিলেই শিশুটিকে মাটিতে পুঁতে দেয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে। পুলিশ যদিও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।