.
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে পরিকল্পিতভাবে বেসরকারিকরণ করছে কেন্দ্রীয় বিজেপি সরকার। লোকসানের অজুহাতে দেশের ৪৫ টি রাষ্ট্রায়ত্ত সংস্থায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তারমধ্যে চিত্তরঞ্জন রেল কারখানা ও দুর্গাপুরের অ্যালয় স্টিল প্লান্টও রয়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাঁচাতে ইতিমধ্যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ ভাবে আন্দোলনে সামিল হয়েছে। চিত্তরঞ্জন রেল কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্টের সামনে বিক্ষোভ কর্মসূচি চলার মধ্যে শ্রমিক স্বার্থ রক্ষায় এবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি ও ১২ জুলাই কমিটি যৌথ ভাবে গণ কনভেনশন করল শনিবার সৃজনী সভাঘরে। এই সভায় চোখে পড়ার মতো সমাগম হয়। উপস্থিত বক্তারা সকলেই রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বাঁচানোর পক্ষে জোর সওয়াল করেন। চিত্তরঞ্জন রেল কারখানা ও অ্যালয় স্টিল প্ল্যান্ট বাঁচাতে পশ্চিম বর্ধমান জেলার শ্রমিক স্বার্থে সকলকে একজোট হয়ে বৃহত্তর আন্দোলনে নামার আহ্বান জানান বক্তারা।