.
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে কোভিড পরিস্থিতিতে কোন বিজয় মিছিল না করে মাস্ক ও স্যানিটাইজার বিলি এবং বৃক্ষ রোপণ করে জয়ের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন দুর্গাপুর আইটিআই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। রাজ্যে তৃতীয়বারের জন্য তৃণমূল ক্ষমতায় বসছে। এদিন সেই আনন্দে কোন বিজয় উৎসব না করে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এবং পথচলতি মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করে বিপদে-আপদে মানুষের পাশে থাকার বার্তা দিলেন দুর্গাপুর আইটিআই কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। শনিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অরিজিৎ পাল, দুর্গাপুর ৩নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌভিত সেন প্রমুখ।
Like Us On Facebook