করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দুর্গাপুরে। সরকারি-বেসরকারি হাসপাতাল গুলিতে বেড পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে হাসপাতাল গুলিতে অক্সিজেন সরবরাহও অপ্রতুল। তাই করোনা আক্রান্ত রোগী ও রোগীর পরিজনরা চরম দুর্ভোগে পড়েছেন। স্বাভাবিকভাবেই দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। এই অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের কোভিড ওয়ার্ডে বেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন।
শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিদর্শন করতে এসে করোনা মোকাবিলায় দুর্গাপুর মহকুমা হাসপাতালকে ঢেলে সাজানোর কথা জানান পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক বিভু গোয়েল। শনিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে পরিদর্শন করতে এসে জেলা শাসক বিভু গোয়েল মহকুমা হাসপাতালের বেডের সংখ্যা ৩০ থেকে বাড়িয়ে ১২০ করার কথা জানান। কয়েকদিনের মধ্যেই এই বেড সংখ্যা বাড়ানো হয়ে যাবে বলে জানা গেছে। এদিন জেলা শাসক দুর্গাপুর মহকুমা হাসপাতালে নব নির্মিত মর্গের খোঁজখবর নেন। পাশাপাশি রোগীদের বেডের পাশে অক্সিজেন সরবরহের জন্য যে অক্সিজেন প্লান্ট বসতে চলেছে সেই বিষয়েও খোঁজখবর নেন বলে জানা গেছে।