দুর্গাপুর স্টেশন বাজার মনসা পুজা কমিটির মনসা পুজো এবার ৯৮ বর্ষে পা দিল। পুজোকে কেন্দ্র করে স্টেশন বাজার এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। পুজোর সঙ্গে সঙ্গে বাজারের দোকানদার থেকে এলাকাবাসীদের ভোগ বিতরণ এবং পুজো মন্ডপে পাত‌ পেতে ভোগগ্রহণ প্রতি বছর স্টেশন বাজার পুজো কমিটির মনসা পুজোকে এক অন্যমাত্রা দেয়। এবছরও প্রচুর ভক্ত জাগ্রত মা মনসার পুজোতে সামিল হন।

এই মনসা পুজায় কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ই নয়, হিন্দুদের সঙ্গে সঙ্গে মুসলমান সম্প্রদায়ের মানুষও পুজোতে অংশ নিচ্ছেন বহুদিন ধরে। স্বাভাবিকভাবেই দুর্গাপুর স্টেশন বাজার মনসা পুজো সকলের অলক্ষ্যে হয়ে উঠেছে এক সাম্প্রদায়িক সম্প্রীতির পুজো। এই পুজো কমিটিতে অন্যান্য সদস্যদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দীর্ঘদিন ধরেই মনসা পুজোতে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দা জাভেদ আনসারি, সাইফুল,আশিফ, রিঙ্কু আনসারিরা। পুজোর জোগাড় থেকে ভোগ প্রসাদ বিতরণ সব ক্ষেত্রেই জাভেদদের অংশগ্রহণ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। দুর্গাপুর স্টেশন বাজার মনসা পুজো কমিটির সভাপতি অমিত লাহা বলেন, ‘আমাদের এই প্রাচীন মনসা পুজো এক সাম্প্রদায়িক সম্প্রীতি বার্তা দেয় সমাজকে। এখানে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মনসা পুজোয় অংশ নেন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজনও। এখানে কোন ভেদাভেদ নেই। আমরা সকলে মিলে একসাথে জাগ্রত মা মনসার পুজোতে সামিল হই।’


Like Us On Facebook