দুর্গাপুরের ভিড়িঙ্গীর মণপ্পুরম গোল্ড লোন সংস্থায় ডাকাতির কিনারা করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা জোর তল্লাশি শুরু করেছে। সংস্থার ভিড়িঙ্গীর কার্যালয়েও পুলিশ ডাকাতদের চিহ্নিত করতে স্থানীয় মানুষ ও কর্যালের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে। মঙ্গলবার মণপ্পুরম গোল্ড লোন সংস্থার ভিড়িঙ্গীর স্কুল পাড়ার বসিন্দা এক বেসরকারি নিরাপত্তা কর্মীকে সংস্থার মেন গেটের ডিউটি করার সময় মেটাল ডিটেক্টর দিয়ে গ্রাহকদের পরীক্ষা না করার দায়ে ডিউটিতে কর্তব্যের অবহেলার দায়ে পুলিশ ম্যারাথন জিজ্ঞাসাবাদ করায় স্থানীয় স্কুল পাড়ার মানুষ ক্ষোভে ফেটে পড়ে সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায়। স্থানীয় মানুষের অভিযোগ পুলিশ ডাকাতদের না ধরতে পেরে এখন স্থানীয় বেসরকারি এক নিরাপত্তা রক্ষীকে কর্তব্যে আবহেলার অভিযোগে জেরা করে মানসিক নির্যাতন করছে। এদিকে পুলিশ স্থানীয় মানুষকে জানায় সিসিটিভি ফুটেজ অনুসারে দেখা যাচ্ছে মণপ্পুরম গোল্ড লোন সংস্থার মেন গেটে নিরাপত্তা রক্ষীর হাতে মেটাল ডিটেক্টর থাকা সত্বেও নিরাপত্তা রক্ষী তা ব্যবহার না করায় ডাকাত দলের সংস্থার কার্যালয়ে সোমবার ঢুকতে সুবিধে হয়ে যায়। স্বাভাবিকভাবেই নিরাপত্তা রক্ষীকে কর্তব্যের গাফিলতির অভিযোগে পুলিশ তাঁর কর্তব্যে জিজ্ঞাসাবাদ করতে জেরা করতেই পারে। স্থানীয় মানুষকে পুলিশ সংস্থার মেন গেটে বিক্ষোভ দেখাতে নিষেধ করে। মঙ্গলবার বেসরকারি নিরাপত্তা রক্ষীর সমর্থনে গোটা ভিড়িঙ্গীর স্কুলপাড়ার বাসিন্দারা সংস্থার গেটে বিক্ষোভ দেখায়। উল্লেখ্য, সোমবার মণপ্পুরম গোল্ড লোন সংস্থার দুর্গাপুরের ভিড়িঙ্গী শাখায় ভর দুপুরে ভয়াবহ ডাকাতি হয়। পুলিশ ডাকাতির কিনারা করতে তদন্তে নেমেছে। অপরদিকে এই ডাকাতির পর সংস্থার গ্রাহকরা তাঁদের জমা রাখা সোনার ব্যাপরে দুঃশ্চিন্তায় পড়েছেন।
Like Us On Facebook