এক ক্যানসার রোগী মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে দামোদরের ফিডার ক্যানেলের জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন। মৃতের নাম রণজিৎ সিং (৫৫)। পেশায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী। বাড়ি দুর্গাপুরের বিধাননগরের আর্যভট্ট রোডে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত আট বছর ধরে রণজিৎ সিং দুরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। শনিবার দুপুরে বাড়ি থেকে একটি সাদা স্কুটি নিয়ে বেরিয়ে সোজা চলে আসেন দামোদর ব্যারেজের ফিডার ক্যানেলে। তারপর সেখানে চটি মোবাইল ও স্কুটিটি রেখে জলে ঝাঁপ দেন। স্থানীয় কয়েকজন দেখেন এক ব্যক্তি জলে ঝাঁপ দিলেন কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও আর উঠলেন না। এরপরে স্থানীয় মানুষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে রণজিৎ সিং-এর চটি, মোবাইল ও স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং বাড়িতে খবর দেয়। স্থানীয় বীরভানপুরের উদ্ধারকারী যুবকরা রণজিৎ সিংকে উদ্ধারের কাজ শুরু করেন।