দুর্গাপুর ব‍্যারেজের সুরক্ষা নিশ্চিত করতে ও অপ্রত্যাশিত দুর্ঘটনা রোধে সিসিটিভির নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে গোটা দামোদর ব‍্যারেজ এলাকা। কিন্তু কেবলমাত্র সঠিক নজরদারির অভাবে ‘প্রবেশ নিষেধ’ গেট টপকে মানুষজন অক্লেশে ঢুকে পড়ছেন দুর্ঘটনাপ্রবণ এলাকায়। ব‍্যারেজের সুরক্ষা ও ব‍্যারেজের দুর্ঘটনাপ্রবণ জোনে দুর্ঘটনা এড়াতে সাধারণের প্রবেশের উপর নিষেধাজ্ঞা রয়েছে। অথচ ব্যরেজে ঘুরতে আসা মানুষজন থেকে স্কুল পড়ুয়া ও যুগলেরা সহজেই ঢুকে পড়ছেন ব্যারেজের নিষিদ্ধ জোনে। ব্যারেজের ওই সব দুর্ঘটনাপ্রবণ এলাকায় পা পিছলে পড়ে গিয়ে তলিয়ে যেতে পারেন যে কেউ।

শুক্রবার দামোদর ব‍্যারেজের দুর্ঘটনাপ্রবণ ওই সব এলাকায় গিয়ে দেখা গেল সিসি ক্যামেরা থাকা সত্বেও পুলিশ বা কর্তব্যরত কোন কর্মী নেই যারা আগন্তুকদের বাধা দেবেন। দামোদর ব‍্যারেজের পাশেই সেচ দপ্তরের কার্যালয়। সেখানের কর্মীদের এই বিষয়ে প্রশ্ন করলে তাঁরা উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলতে বলেন। দুর্গাপুরের মহকুমাশাসক ডা. শ্রীকান্থ পাল্লী বিষয়টি শুনে উদ্বেগের কথা জানান। তিনি সেচ দফতরের আধিকারিকদের স্পর্শকাতর বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

ব্যারেজের এই সব দুর্ঘটনাপ্রবণ এলাকায় প্রায় প্রতি বছরই স্নান করতে নেমে কেউ না কেউ দামোদরের জলের তোড়ে ভেসে যাচ্ছেন। দুর্ঘটনার পরপরই দামোদর ব‍্যারেজে আগন্তুকদের প্রবেশের উপর কড়াকড়ি করা হলেও সংবাদ মাধ্যম নজর ঘোরালেই ফের কড়াকড়ি শিথিল হয়ে পড়ে।


Like Us On Facebook