দুর্গাপুরে দামোদরের ক্যানেলের জলে স্নান করতে নেমে তলিয়ে গেলেন স্থানীয় এক ব্যক্তি। নাম শিব বিশ্বাস। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ। জানা গেছে, শিব বিশ্বাস ব্যারেজ সংলগ্ন স্থানীয় সুকুমার নগরের বাসিন্দা। খবর সংগ্রহ করা পর্যন্ত দেহ উদ্ধার করতে জোর তল্লাশি চলছে বলে জানা গেছে।
নিখোঁজ শিব বিশ্বাসের ভাগ্নে শুকদেব সরকার বলেন, ‘আমার মামার জ্ঞান হারানোর রোগ আছে। মনে হচ্ছে জলে ডুব দেওয়ার পর জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর জলের তোড়ে মামার দেহ ভেসে চলে যায়।’ শুকদেব সরকারের অভিযোগ, এমন জায়গায় ঘটনাটি ঘটেছে যার ভৌগলিক অবস্থান অনুযায়ী বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যস্থল হবার কারণে বাঁকুড়ার বড়জোড়া থানা বা দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ আসতে গড়িমসি করায় মামার দেহ জলের তোড়ে ভেসে চলে যায়। যদি পুলিশ সঠিক সময়ে আসত তাহলে হয়তো ব্যারাজের গেট বন্ধ করে দিয়ে মামার দেহ আটকাতে পারলে মামাকে হয়ত বাঁচানো যেত। কিন্তু আমাদের কথায় ব্যারেজের গেট বন্ধ না করায় মামার দেহ জলের তোড়ে ভেসে গেছে বলে মনে হচ্ছে। আমরা পথ অবরোধ করায় দুই জেলার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।