চারচাকা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ডিপিএলের সামনে। মৃতের নাম পবন সিং (৩০), মামড়ার বিধানপল্লীর বাসিন্দা। পুলিশ ঘাতক গাড়িটিকে এবং চালককে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবনবাবু ডিপিএলের সামনে একটি বেসরকারি কারখানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে কারখানা থেকে খাবার খেতে বের হয়েছিলেন পবনবাবু। সেইসময় রাস্তার উপর উঠতেই একটি চারচাকা গাড়ি পবনবাবুকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পবনবাবুর। ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে। গাড়ির চালককেও আটক করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় মঙ্গলবার।
Like Us On Facebook