দামোদর ব‍্যারেজ এলাকাকে প্লাস্টিকমুক্ত রাখতে বড়দিনের সকালে আগত পিকনিকারদের মধ্যে সচেতনতার জন্য প্রচার করল উইংস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সংস্থার সদস্যরা এদিন দুর্গাপুর ব্যারেজ এলাকায় পিকনিক করতে আসা মানুষজনকে প্লাস্টিক ও থার্মকলের সরঞ্জাম ব্যবহার করতে নিষেধ করেন।

পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যারেজে ডিজে এবং মদ্যপানের উপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার ওই স্বেচ্ছাসেবী সংস্থা ব্যারেজে প্লাস্টিক ও থার্মোকলের জিনিসপত্র ছাড়াও পিকনিক করতে আসা মানুষজন ডিজে পার্টি বা মদ্যপান করছে কিনা তার উপরও কড়া নজরদারি চালান বলে জানা গেছে। দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল বলেন, ‘গত তিন বছর ধরে উইংস-এর সদস্যরা পরিবেশ রক্ষায় ২৫ ডিসেম্বর, ১ জানুয়ারি সহ পিকনিকের দিনগুলিতে ব্যারেজে ক্যাম্পেনিং করছে। দুর্গাপুর ছাড়াও মাইথন, নাচন ড্যাম সহ বিভিন্ন জায়গায় এই ক্যাম্পেনিং চলছে। দুর্গাপুর বনবিভাগও ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে পূর্ণ সহযোগিতা করছে। তাছাড়া দুর্গাপুরের গভর্নমেন্ট কলেজ, এনআইটি, পুলিশ, প্রশাসনও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওই স্বেচ্ছাসেবী সংস্থার দিক।’



Like Us On Facebook