গত দু’মাস ধরে কলেজ বন্ধ। প্রায় ৪০০ ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত। কলেজ খোলার দাবিতে সুদূর মালদা থেকে এসে গনিখান চৌধুরী ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের ছাত্র-ছাত্রীরা গত দু’দিন ধরে অবস্থান বিক্ষোভে বসেছে এনআইটি মেন গেটের সামনে। ছাত্র-ছাত্রীদের দাবি গনিখান চৌধুরী ইন্সিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজ না খোলা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। দুর্গাপুরের ন্যাশনাল ইন্সিটিউট অফ টেকনোলজি(এনআইটি) হল ওই কলেজের মেন্টর। এনআইটি-র ডিরেক্টর অশোক দে বলেন, কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের নির্দেশে কলেজে আইন-শৃঙ্খলার অবনতির জন্য কলেজ বন্ধ রাখা হয়েছে।