সিসি ক্যামেরায় মুড়ে ফেলার পর দুর্গাপুর রেল স্টেশনে বসল যাত্রী সুরক্ষায় লাগেজ স্ক্যানার। শনিবার পরীক্ষামূলক ভাবে দুর্গাপুর রেল স্টেশনের প্রবেশ দ্বারে লাগেজ স্ক্যানার বসানো হলেও রবিবার থেকে যাত্রী সুরক্ষায় যাত্রীদের লাগেজ স্ক্যান করা শুরু হয়। যাত্রী সুরক্ষায় ভারতীয় রেলের এই পদক্ষেপে দুর্গাপুরের রেল যাত্রীরা খুশি।
যাত্রী সুরক্ষায় দুর্গাপুর রেল স্টেশন ইতিমধ্যেই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে রেলের আপার ক্লাস, স্লিপার ক্লাস ও প্রিমিয়াম ক্লাসের যাত্রীদের জন্য পুরানো প্রতীক্ষালয় সংস্কার করে চোখ ধাঁধানো প্রতীক্ষালয় চালু করা হয়েছে। স্টেশনে বসেছে চলমান সিঁড়ি, চালু হয়েছে মিনারেল ওয়াটার এটিএম পরিষেবাও। পরিচ্ছন্নতার দিক দিয়েও অনেক উন্নতি হয়েছে দুর্গাপুর স্টেশনের। চালু হল লাগেজ স্ক্যানারও। যাত্রী সুরক্ষায় দুর্গাপুর রেল স্টেশনে বিমানবন্দরের ধাঁচে ‘চেক ইন’ সিস্টেম বা ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেম’ (আইএসএস) ব্যবস্থা চালুর দিকে কর্তৃপক্ষ আরও এক ধাপ এগোল বলে মনে করছেন রেল যাত্রীরা।