প্রতি বছরের মতো এবারও দুর্গাপুর রেল স্টেশন সংলগ্ন স্টেশন বাজারের আলাপ ক্লাবের গণেশ পুজো উপলক্ষে গোটা এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। গণেশ পুজো উপলক্ষে দশ দিন ধরে পুজো প্রাঙ্গণে মেলা চলে। মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে মেলাকে এক অন্য মাত্রা দেন। দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন মেলায় লোকসঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, এবার পুজোর বাজেট প্রায় ৪ লাখ টাকা।

পুজোর উদ্যোক্তাদের পক্ষ থেকে সৌরভ আইচ বলেন, ‘দুর্গাপুরে আমাদের আলাপ ক্লাবের গণেশ পুজো দশ দিন ধরে দুর্গোৎসবের রূপ নেয়। দুর্গোৎসবের আগে শিল্পাঞ্চল দুর্গাপুরে কার্যত আগমনীর বার্তা বহন করে নিয়ে আসে আমাদের এই গণেশ পুজো। দূরদূরান্ত থেকে প্রচুর মানুষ আমাদের ক্লাবের গণেশ পুজো দর্শন করতে আসেন। দশদিন ধরে মেলা চলে। গণেশ পুজোর মেলা কার্যত মিলন মেলায় পরিণত হয়। এলাকার মানুষ এই কটাদিন পুজো প্রাঙ্গণে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এবার আমাদের পুজো ১৯ বছরে পদার্পণ করল। আগামী বছর আমাদের আলাপ ক্লাবের পুজো ২০ বছরে পদার্পণ করবে। তাই দর্শকদের জন্য সামনের বছর থাকবে বড় আকর্ষণ।’

Like Us On Facebook