পান্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের নতুন ডাঙার বেলডাঙা বালিঘাটে অজয় নদী থেকে বালি তোলার সময় বুধবার একটি শিবলিঙ্গ উদ্ধার হয়। কিন্তু তা নিয়ে প্রথমে মানুষের মধ্যে তেমন কোন আগ্রহ দেখা যায় নি। কিন্তু আজ ফের দুপুরে বালি তোলার সময় পরপর আরও নয়টি শিবলিঙ্গ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রাথমিকভাবে শিবলিঙ্গগুলিকে দেখে বহু প্রাচীন বলে মনে করা হচ্ছে। খবর জানাজানি হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় এলাকায়। শিবলিঙ্গগুলিকে ঘিরে শুরু হয়ে যায় পুজো অর্চনাও। স্থানীয় বাসিন্দা আস্তিক ঘোষ জানান, নদীর বুক থেকে উদ্ধার হয়েছে শিবলিঙ্গ, এ কথা শুনেই তাঁরা এসেছেন। তবে কীভাবে কোথা থেকে এতগুলো শিবলিঙ্গ এক জায়গায় উদ্ধার হল এ নিয়ে জানার আগ্রহ তৈরি হয়েছে সবার মনে। কেউ কেউ মনে করছেন হয়তো বহু প্রাচীনকালে নদীর এই জায়গায় কোন মন্দির ছিল। তবে পুরোটাই তদন্তের বিষয়। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা থানার পুলিশ ও পুরাতত্ত্ব বিভাগের লোকজন।