দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির(এনআইটি) মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক শিবেন্দু শেখর রায় তৈরি করেছেন ‘প্রাণায়াম’ নামে অক্সিজেন কনসেনট্রেটর। এই মেশিনের দাম অনেক কম হবে বলে দাবি শিবেন্দু শেখর রায়ের। করোনা পরিস্থিতিতে এই মেশিনের চাহিদা বাড়ছে।

মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক শিবেন্দু শেখর রায় তৈরি করেছেন অক্সিজেনের এই মেশিন। এই মেশিনে জল থেকে অক্সিজেন উৎপাদন হওয়ার পর ভাল্ব নাকের মধ্যে লাগালে অক্সিজেন মিলবে দাবি করেন তিনি। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এই অক্সিজেন কনসেনট্রেটরের প্রশংসা করেছেন বলে তিনি দাবি করেন।

অধ্যাপক শিবেন্দু শেখর রায় বলেন, ‘এই অক্সিজেন কনসেনট্রেটরের মাধ্যমে উপকৃত হবেন শ্বাসকষ্টের সমস্যায় ভোগা করোনা আক্রান্ত রোগীরা। হাওড়ার সঞ্জীবনী হাসপাতালে এই মেশিন পাঠানো হয়েছে বলে তিনি জানান। দাম পড়বে মাত্র ৩০ হাজার টাকা। জানা গেছে, বাজারে এই ধরণের মেশিনের দাম প্রায় লক্ষাধিক টাকা। বুধবার সকালে এই মেশিনের কাজগুলি তুলে ধরেন এনআইটির মেকানিক্যাল ডিপার্টমেন্টের অধ্যাপক শিবেন্দু শেখর রায়।

Like Us On Facebook