বাঁশকোপা টোল প্লাজায় যাত্রী বোঝাই বাস থামিয়ে টোল প্লাজার কর্মীদের বাস কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে বাস কর্মীরা আজ, রবিবার সকাল থেকে টোল প্লাজা দিয়ে সমস্ত দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দিল। বাস কর্মীদের দাবি আগে বাস কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তারপর দূরপাল্লার বাসের যাতায়াতের জন্য টোল প্লাজায় পৃথক লাইন করতে হবে। এইসব দাবি না মানলে কোন ভাবেই টোল প্লাজা দিয়ে দূরপাল্লার বাস চালানো সম্ভব নয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে বেনাচিতি-কৃষ্ণনগর রুটের একটি বাস ২নম্বর জাতীয় সড়কে বাঁশকোপা টোল প্লাজায় লম্বা লাইন থাকায় ভিআইপি লেন দিয়ে বেরিয়ে যেতে গেলে টোল প্লাজার কর্মীরা বাসটিকে আটকায় বলে অভিযোগ। এরপরে বাস কর্মীদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের মধ্যে বচসা বেধে যায়। তার থেকে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। পরে উভয় পক্ষের মধ্যে ঝামেলা মিটমাট হয়ে যায় বলে জানা গেছে। কিন্তু শনিবার সকালে ফের ওই বাসটি বাঁশকোপা টোল প্লাজা পার হতে গেলে কয়েকজন টোল প্লাজার কর্মী বাসটিকে আটকে লাঠি দিয়ে বাস কর্মীদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ বাস কর্মীদের। বাসের হেডলাইটও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। টোল প্লাজার কর্মীদের মারধরের ঘটনায় বাসের চালক, কন্ডাক্টর ও খালাসি সহ কয়েকজন যাত্রীও আহত হন। বাস কর্মীরা কাঁকসা থানার দ্বারস্থ হন। টোল প্লাজার কর্মীদের অভিযোগ, ওই বাসের কর্মীরা শুক্রবার টোল প্লাজার এক কর্মীকে মারধর করে। বাস কর্মীদের অভিযোগ, বাঁশকোপা টোল প্লাজায় গাড়ির টোল দিতে দীর্ঘ লাইন থাকে প্রতিদিন। দূরপাল্লার বাস লাইনে দাঁড়িয়ে থাকলে গন্তব্যে পৌঁছাতে দেরী হয়ে যায়। অথচ টোল প্লাজায় দূরপাল্লার বাসের আলাদা লাইনের কোন ব‍্যবস্থা নেই।


Like Us On Facebook