.
দুর্গাপুরের সগড়ভাঙায় গ্রাফাইট ইন্ডিয়া কারখানায় বহিরাগত শ্রমিক নিয়োগের অভিযোগে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা কারখানার গেটে বিক্ষোভ দেখাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ কারখানার জব সাইটে কন্ট্রাক্টরের মাধ্যমে প্রয়োজনীয় শ্রমিক নিয়োগ করছে অথচ স্থানীয় বাসিন্দাদের ওই সব কাজে নিয়োগ করছে না। এদিন এলাকার বাসিন্দারাদের বিক্ষোভে স্থানীয় শাসক দলের কর্মীরাও সামিল হন। তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি নিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে কথা বলার আশ্বাস দেন। ঘটনাচক্রে বুধবারই শ্রমমন্ত্রী মলয় ঘটক দুর্গাপুরে এসেছিলেন। তাঁকে এই বিষয়ে প্রশ্ন করলে বিষয়টি তিনি খোঁজ খবর নেবেন বলে জানান।
Like Us On Facebook