প্রবীণদের চিকিৎসার জন্য ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন দুর্গাপুরের ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা দুর্গাপুর মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী দেবব্রত সাঁই। বুধবার ছিল দেবব্রতবাবুর জন্মদিন। জন্মদিনে দেবব্রতবাবু স্বর্গীয় পিতা জংবাহাদুর সাঁইয়ের স্মৃতির উদ্দেশ্যে এলাকার বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার সুবিধার জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। এদিন অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্ধোধন করেন রাজ্যের শ্রম ও আইন মন্ত্রী মলয় ঘটক।

দেবব্রত সাঁই ২০১৭ সালে দুর্গাপুর পৌরসভায় ২৩ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হন। নির্বাচনে এলাকার মানুষের সুবিধার জন্য ২৩ নং ওয়ার্ডে রাস্তাঘাটের উন্নয়ন, এলাকায় পানীয়জল ও আলোর সুবন্দোবস্ত সহ ওয়ার্ডের বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্স প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে জেতার পর এলাকার নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে কাউন্সিলর দেবব্রত সাঁই এলাকর রাস্তাঘাটের উন্নয়ন এবং পানীয় জল ও আলোর ব্যবস্থা করেন। সর্বপরি প্রতিশ্রুতি রক্ষার্থে পিতা জংবাহাদুর সাঁইয়ের স্মৃতির উদ্দেশ্যে নিজের জন্মদিনে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে বয়োজ্যেষ্ঠদের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করলেন। কাউন্সিলরের এই মানবিক উদ্যোগে মন্ত্রী মলয় ঘটক সহ এলাকার মানুষ কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের ভূয়শী প্রশংসা করেন। এদিন এলাকায় অ্যাম্বুলেন্স প্রদানকে ঘিরে একটি অনুষ্ঠানে দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি সহ দুর্গাপুর পৌরসভার সমস্ত কাউন্সিলর ও মেয়র পারিষদরা উপস্থিত ছিলেন। সকলেই কাউন্সিলরের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

Like Us On Facebook