দুর্গাপুরের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলরকে গ্রেফতারের দাবিতে উত্তাল হল দুর্গাপুরের আশীষ নগর। আশীষ নগরের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল ও কাউন্সিলরের অনুগামীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের কোক ওভেন থানা ঘেরাও করল আশীষ নগরের বাসিন্দারা।
আশীষ নগরের বাসিন্দারা সকলেই জোট বেঁধে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের কোক ওভেন থানা ঘেরাও করে কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল সহ কাউন্সিলরের অনুগামীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন। এদিন পৃথকভাবে স্থানীয় সিপিএম নেতৃত্বও কোক ওভেন থানা ঘেরাও করে একই দাবি জানায়।
উল্লেখ্য, বুধবার রাতে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল সহ তাঁর কয়েকজন অনুগামী ২৯ এপ্রিল লোকসভা ভোটে এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি এই অভিযোগে স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি ঢুকে মারধর ও বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। এর পর বৃহস্পতিবার সকালে স্থানীয় মানুষ কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডলের উপর ক্ষুব্ধ হয়ে সকলে একত্রিত হয়ে কাউন্সিলরের বাড়িতে চড়াও হন। স্থানীয় মানুষ কাউন্সিলের বাড়ি ও তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী সহ বেশ কয়েজন গুরুতর আহত হয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে, অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল এলাকা ছেড়ে চম্পট দেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় মানুষ এই ঘটনার জেরে দুর্গাপুরের কোক ওভেন থানা ঘেরাও করে কাউন্সিলর শশাঙ্ক শেখর মন্ডল সহ দোষীদের গ্রেফতারের দাবি জানান।