বাঁকুড়ায় লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচার করতে গিয়ে বক্তব্য রাখার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। স্বপনবাবু এদিন মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময হঠাৎ করে় শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। অসুস্থ স্বপনবাবুকে তড়িঘড়ি বাঁকুড়ায় প্রাথমিক চিকিৎসা করে দুর্গাপুরের মিশন হাসপাতালের আনা হয়।
মিশন হাসপাতালের ইমার্জেন্সিতে মন্ত্রী স্বপন দেবনাথকে আনা হলে তিনি হাসপাতালের স্ট্রেচারে না উঠে হাতে স্যালাইনের চ্যানেল নিয়ে হাঁটতে হাঁটতেই মিশন হাসপাতালে ভর্তি হন। এই ঘটনা দেখে উপস্থিত সকলে তাজ্জব বনে যান। খবর সংগ্রহ করা পর্যন্ত জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বপনবাবুকে মিশন হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হলে প্রথমে বেশ কিছুক্ষণ রেখে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা করে তারপর মিশন হাসপাতালের সিসিইউতে ভর্তি করে নেন পর্যবেক্ষণের জন্য। এদিকে স্বপনবাবুর শারীরিক অবস্থার খবর নিতে রাত বাড়ার সঙ্গে সঙ্গে মিশন হাসপাতালের বাইরে ভিড় জমতে শুরু করে। হাসপাতাল সূত্রে জানা গেছে মন্ত্রীর অবস্থা স্থিতিশীল।
বৃহস্পতিবার রাতে মিশন হাসপাতালে মন্ত্রী স্বপন দেবনাথকে ভর্তি করা হলে মিশন হাসপাতালে থেকে শুক্রবার সকালেই স্বপনবাবুকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বলে জানান মিশন হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. পার্থ পাল।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?