কাটমানি ফেরতের দাবিতে যখন রাজ্যে রাজনীতি সরগরম তখন সরকারি প্রকল্পের টাকায় বাড়ি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নেওয়ার অভিযোগে ফের শাসক দলের কর্মীর বাড়ি ঘেরাও করে কাটমানি ফেরৎ চাইলেন স্থানীয় বাসিন্দারা। যদিও অবস্থা বেগতিক বুঝে আগেই অভিযুক্ত নেতা চম্পট দেয়। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামে।

স্থানীয় মানুষের অভিযোগ, সরকারি প্রকল্পের বাড়ি পাইয়ে দিতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা রবিলাল মন্ডল কারও কাছে ৫০০০ টাকা আবার কারও কাছে ৪৫ হাজার টাকা কাটমানি নিয়েছেন। পরবর্তী সময়ে কেবলমাত্র টাকার অভাবে ওই সব বাড়িগুলো নির্মাণও সমাপ্ত হয়নি। দিন আনা দিন খাওয়া লোকজন শেষমেশ মাথার উপর এক টুকরো ছাদ আর বানাতে পারেননি। যদিও সুযোগ বুঝে রবিলাল মন্ডল চম্পট দেওয়ায় কোন বড় রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে এলাকায় বিক্ষোভের আঁচ বুঝে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রতাপপুরের সভাপতি অশোক কুমার গোস্বামী। অশোক কুমার গোস্বামী বলেন, ‘যেখানে কোন কাটমানি নেওয়ার প্রশ্নই উঠেনা সেখানে স্থানীয় মানুষ মিথ্যা অভিযোগে রবিলালের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।’ স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই বিক্ষোভকে বিজেপি ও সিপিএম কর্মীদের পরিকল্পিত চক্রান্ত বলেই মনে করছেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook