এবার বিক্ষোভকারী ও পাথরবাজদের মোকাবিলায় বিশেষ যান তৈরি করল দুর্গাপুরের কেন্দ্রীয় গবেষণা সংস্থা সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)। প্রধানমন্ত্রীর দফতরের নির্দেশে দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে অত্যাধুনিক ‘মব কন্ট্রোল ভেহিক্যাল’।

জানা গেছে, কাশ্মীরি পাথরবাজদের ছোঁড়া পাথরের মোকাবিলা করে পুলিশ ও আধাসেনা যাতে তাঁদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন সেই উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দফতর ও ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বিশেষ ধরণের যান তৈরির নির্দেশ আসে দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই দফতরে। নির্দেশ পেয়েই কাজে নেমে পড়েন দুর্গাপুরের সিএসআইআর-সিএমইআরআই-এর বিশিষ্ট বিজ্ঞানীরা। বিক্ষোভকারী ও পাথরবাজদের মোকাবিলায় পুলিশ ও আধাসেনার জন্য দুর্গাপুরে তৈরি হয় ‘মব কন্ট্রোল ভেহিক্যাল’। এর আগে বিক্ষোভকারীদের মোকাবিলায় বজ্র নামের বিশেষ যান ব্যবহার করা হত। সিএসআইআর-সিএমইআরআই-এর তৈরি মব কন্ট্রোল ভেহিক্যাল আরও অনেক উন্নত প্রযুক্তির যান। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথর প্রতিহত করে বাহিনীকে এগিয়ে দিতে এই যানের সামনে থাকছে ইস্পাতের শিল্ড। এছাড়াও এই যানে থাকবে জল কামান ও কাঁদানে গ্যাস ছোড়ার ব্যবস্থা। সঙ্গে থাকছে উন্নত প্রযুক্তির ক্যামেরা। যার মাধ্যমে গাড়ির ভিতরে বসেই কয়েকশো মিটার দূরের সব কিছু পর্যবেক্ষণ করা যাবে।

২১ জুন দুর্গাপুরে সিএসআইআর-সিএমইআরআই পরিদর্শনে এসে অত্যাধুনিক টেকনোলজি হাবের উদ্ধোধন করলেন সিএসআইআর-এর ডিরেক্টর জেনারেল এবং ডিএসআইআর-এর সেক্রেটারি ড. শেখর সি মান্ডে। উদ্ধোধনের পর ড. শেখর সি মান্ডে সিএমইআরআই-এর সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট ঘুরে দেখেন। বিক্ষোভকারীদের ছোঁড়া পাথরের মোকাবিলায় সিএমইআরআই-এর বিজ্ঞানীরা যে মব কন্ট্রোল ভেহিক্যাল তৈরি করছেন সেই যানটিরও প্রদর্শন করা হয় তাঁর সামনে। তাছাড়া সিএমইআরআই-এর তৈরি বর্জ্য প্রক্রিয়াকরণ মেশিনটি দেখে ড. শেখর সি মান্ডে সিএমইআরআই-এর বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন বলে জানা গেছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?



ড. শেখর সি মান্ডে ও সিএমইআরআই-এর ডিরেক্টর প্রফেসর ড. হরিশ হিরানি

Like Us On Facebook