.

কেউ ক্লাস ফোর-ফাইভ, কেউবা আবার টু-থ্রি। কেউ আবার পাঠশালায় এখনও পৌঁছয়নি। পাড়ায় মানুষের ঢল নেমেছে গত চব্বিশ ঘণ্টায়। চারিদিকে উৎসবের আমেজ, প্রধানমন্ত্রীর সভাস্থল নেহেরু স্টেডিয়ামের গেট খোলা পেয়ে স্কোর বোর্ডে শুক্রবার দাপিয়ে বেড়ালো নেহেরু স্টেডিয়াম সংলগ্ন বস্তি এলাকার দীপা, বিবেক, রিঙ্কা, কুণালরা। শুক্রবার নেহেরু স্টেডিয়ামে দর্শকদের গেট খুলতেই বস্তিবাসী দীপা, বিবেকরা খেলতে খেলতে তিনতলা স্কোর বোর্ডে উঠে সারাদিন দাপিয়ে বেড়ালো। কখনও একতলা, কখনওবা তিনতলা, নেহেরু স্টেডিয়ামের স্কোর বোর্ড জুড়ে কচিকাঁচাদের দাপট। দেশের ভবিষ্যৎদের নিষ্পাপ খেলা প্রত্যক্ষ করলেন মাঠে উপস্থিত আগন্তুকরাও।



Like Us On Facebook