এলাকার মানুষের সুবিধার্থে নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দুর্গাপুরের ২৮ নং ওয়ার্ডের অন্তর্গত সগড়ভাঙার টাইটান কমপ্লেক্স ও তাঁতি পাড়ায় এক কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন স্থানীয় পৌরমাতা তথা শিক্ষা দফতরের মেয়র পারিষদ অঙ্কিতা চৌধুরী।
সোমবার নতুন রাস্তা নির্মাণের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে এলাকার মানুষের ঢল নামে। ২৮ নং ওয়ার্ডের পৌরমাতা তথা মেয়র পারিষদ অঙ্কিতা চোধুরী বর্ধমান ডট কমকে বলেন, ‘এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা ভেবে সোমবার এক কিলোমিটার দীর্ঘ পাকা রাস্তার কাজের সূচনা করা হল। রাস্তাটি তৈরি করতে সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে। দুর্গাপুর নগর নিগম এই টাকা অনুমোদন করেছে।’ নতুন পাকা রাস্তা নির্মাণের কাজের সূচনা হওয়ায় এলাকার মানুষজনও খুশি।
Like Us On Facebook