টোটো চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ পানাগড়ের বাসিন্দারা। যত্রতত্র টোটো দাঁড় করিয়ে বাজারে যেমন যানজট তৈরি করছে তেমনই তাদের বেলাগাম গতিতে এলাকার মানুষ অতিষ্ঠ।
সোমবার পানাগড়ে এই রকমই এক টোটোর ধাক্কায় আহত হলেন এক বৃদ্ধ পথচারি। ষাটোর্ধ বলদেব চৌধুরী পানাগড় বাজারে টোটোর ধাক্কায় গুরুতর জখম হন। টোটোটি বলদেববাবুকে ধাক্কা মারার পরেই দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। প্রতিবন্ধী ওই বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে পানাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পানাগড়ের মাছ বাজারে ঘটে দুর্ঘটনাটি। জানা গেছে, ওই বৃদ্ধর বাড়ি পানাগড় বাজারের পশ্চিম ক্যানেলপাড়ে। রাস্তার পাশ দিয়ে বাড়ির দিকে যাওয়ার সময় তাঁকে একটি টোটো ধাক্কা মারে।
Like Us On Facebook