রাজ্য জুড়ে বিপিএমও’র ডাকে জাঠা কর্মসূচি অনুসারে সমকাজে সমমজুরি, বন্ধ কলকারখানা খোলা, কৃষকদের ফসল নষ্টের ন্যায্য ক্ষতিপূরণ সহ ২২ দফা দাবি নিয়ে পূর্ব ঘোষিত ২২-২৫ অক্টোবর আসানসোল থেকে পানাগড় উদ্দেশ্যে জাঠা পদযাত্রা সোমবার দুর্গাপুরের সিটি সেন্টার পৌঁছানোর পর মঙ্গলবার সকালে ফের পানাগড়ের উদ্দেশ্য রওনা দেয়। ইতিমধ্যে বীরভূম থেকে সিপিএমের বর্ষীয়ান নেতা বিমান বসুর নেতৃত্বে একটি জাঠা পদযাত্রা পানাগড়ে এসে যোগ দেয়। এদিন বিপিএমওর এই পদযাত্রা কর্মসূচি উপলক্ষে প্রচুর বাম কর্মী পদযাত্রায় অংশ নেয়। পদযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিমানবাবু জাঠা কর্মসূচির সফলতার দাবি করেন।
Like Us On Facebook