২৫ অক্টোবর মধ‍্যরাত্রি থেকে চালু হচ্ছে ২নং জাতীয় সড়কে বাঁশকোপায় নবনির্মিত টোল প্লাজাটি। ১৯৯৮ সালে জাতীয় সড়ক সম্প্রসারণের সময় পানাগড়ে জাতীয় সড়কের কাজ থমকে যাওয়ায় সেই সময় বাঁশকোপার নির্মীয়মাণ টোল প্লাজাটি চালু করা সম্ভব হয়নি। ২০১৫ সালে ফের জাতীয় সড়ক ছয় লেনে সম্প্রসারণের কাজ শুরু হলে ২০১৭ সালে পানাগড় বাইপাস চালু হতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ ফের বাঁশকোপার নির্মীয়মাণ টোলপ্লাজাটির অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে ২৩ অক্টোবর জাতীয় সড়ক কর্তৃপক্ষের উচ্চ পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সারাদিন ধরে ট্রায়াল চলার পর ২৫ অক্টোবর মধ‍্যরাত্রি থেকে চালু হচ্ছে টোলপ্লাজাটি। টোলপ্লাজা সুত্রে জানা গেছে এখানে যাত্রীদের সুবিধার্থে মান্থলি টোল পাশ ইস‍্যু করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তাছাড়া ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন যাত্রীরা টোল পারাপারের সময়। অপরাধ দমনে টোল প্লাজার চতুর্দিক সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। টোল পারাপারের নির্দিষ্ট রেট চার্ট নিম্নে দেওয়া হলঃ

Like Us On Facebook