বর্ধমান-আসানসোল লোকাল ট্রেন চালু করার দাবিতে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ সিপিআইএমের। হকারদের রুজিরোজগার বন্ধ। চরম দুর্ভোগে পড়েছেন রেলের হকাররা। সোমবার লোকাল ট্রেন চালু করার দাবিতে সিটু কর্মীরা আন্দোলনে নামলেন। দুর্গাপুর রেল স্টেশনে বিক্ষোভ দেখালেন সিটু কর্মীরা।
বর্ধমান-আসানসোল শাখায় কমবেশী ১৬ জোড়া ট্রেন চলাচল করত, প্রতিদিন ট্রেনে বহু মানুষ কম ভাড়ায় যাতায়াত করতেন। কিন্তু করোনা আবহে লোকাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অনেক বেশী টাকা দিয়ে স্পেশাল ট্রেনে চাপতে হচ্ছে যাত্রীদের। শুধু সাধারণ মানুষই নয়, এই লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কটে পড়েছেন হকাররা। এইসব দাবি নিয়ে সোমবার সকালে দুর্গাপুর স্টেশনে বিক্ষোভ দেখালেন সিপিআইএম ও সিআইটিইউ কর্মী সমর্থকরা। দুর্গাপুর স্টেশনের মানেজারের অফিসে ঢুকে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা।
সিপিআইএমের বর্ধমান জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, কেন্দ্র ও রাজ্য একযোগে মানুষের সাথে প্রতারণা করছে। অবিলম্বে বর্ধমান-আসানসোল শাখায় লোকাল ট্রেন শুরু না হলে আরও বড় আন্দোলন সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় স্টেশন মানেজারের হাতে। দুর্গাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার এন.কে দাস জানান, উর্ধ্বতন আধিকারিকদের বিষয়টি জানানো হবে।