পঞ্চায়েত অফিসে মহিলা পঞ্চায়েত প্রধানকে হেনস্থা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুই স্থানীয় নেতার বিরুদ্ধে। প্রধান লিখিত অভিযোগ দায়ের করেন বর্ধমান থানায়। ঘটনার তদন্তে বর্ধমান থানার পুলিশ। বর্ধমান ২ নং ব্লকের বৈকুন্ঠপুর ২ নং পঞ্চায়েতের ঘটনা।

বৈকুন্ঠপুর ২ নং পঞ্চায়েতের প্রধান শর্মিলা মালিকের অভিযোগ, আজ বিকেল ৪ টে নাগাদ তিনি যখন অফিসে কাজ করছিলেন সেই সময় স্থানীয় তৃণমূল নেতা মোজাম্মেল শা ও মানিক ঘোষ হঠাৎ করেই সেখানে কিছু লোকজন নিয়ে চড়াও হয়ে তাঁকে গালিগালাজ করে ও হেনস্থা করে। প্রতিবাদ করলে তাঁকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় তিনি একজন মহিলা হিসাবে আতঙ্কিত ও নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান পঞ্চায়েত প্রধান। এই নিয়ে ইতিমধ্যেই তিনি বর্ধমান থানায় মোজাম্মেল শাহ ও মানিক ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগও জমা করেছেন বলে জানান শর্মিলা মালিক।

যদিও মোজাম্মেল শাহ জানান, এলাকার কিছু বাসিন্দা সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে তাঁকে অভিযোগ জানান। এরপরই তিনি সেই বিষয় নিয়ে প্রধানের কাছে জানতে যান। কোন রকম হেনস্থা, গালিগালাজ বা প্রাণনাশের হুমকি তিনি দেন নি।

অন্যদিকে, এই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকেও টিপ্পনি করা হয়েছে। বিজেপি বর্ধমান সদর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুনীল গুপ্তা জানিয়েছেন, তাঁরা বারংবার বলে এসেছেন যে এই বঙ্গে মহিলারা সুরক্ষিত নন, তা আর একবার প্রমাণিত হল। তৃণমূল উন্নয়ন নয় কাটমানি বোঝে। তাই তৃণমূলেরই প্রধানের বিরোধীতা করছে আর এক তৃণমূল নেতা।

Like Us On Facebook