দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে রথের মেলা উপলক্ষে উপস্থিত ভক্তদের অনুরোধে ভগবৎ পাঠ হয়। মন্দিরের ব্রক্ষ্মচারী মহারাজ ভক্তদের মাঝে ভগবৎ পাঠ করছিলেন। এমন সময় এক হনুমান এসে বিভোর হয়ে ভগবৎ পাঠ শুনল। যেন ভগবৎ পাঠ শুনে মুগ্ধ হয়ে মহারাজের মাথায় হাত দিয়ে আশীর্বাদও করল। এই দৃশ্য দেখে উপস্থিত ভক্তরা সবাই ঈশ্বরের লীলায় জয়ধ্বনি দিলেন। আর সেই অদ্ভুত দৃশ্য ক্যামেরা বন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। ঘটনাটি ঘটেছে সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে।
ইস্কন মন্দিরের রথের মেলায় সোমবার ইস্কন মন্দিরের দুর্গাপুরের প্রমুখ ওদর্য্য চন্দ্র দাস ব্রক্ষ্মচারী মহারাজ ভক্তদের ভগবৎ পাঠ শোনাচ্ছিলেন। ভগবৎ পাঠের মাঝেই গাছ থেকে হঠাৎ এসে সোজা মহারাজের সন্মুখে উপস্থিত হয় এক হনুমান। মহারাজের ভগবৎ পাঠ শোনে মন দিয়ে। তারপর যেন মুগ্ধ হয়ে শোনার ভান করে সোজা হাত দিল মহারাজের মাথায়। আর সেই দৃশ্য দেখে উপস্থিত ভক্তরা জয়ধ্বনি দিলেন। আর মহারাজও হনুমানের আশির্বাদ নিয়ে শ্রোতা হনুমানকে খেতে দিলেন প্রভুর প্রসাদ এক ছড়া কলা।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?