প্রশাসনের কাছে আবেদনের পর অবশেষে কাঁকসার মাধবমাঠে করোনায় আক্রান্ত হয়ে মৃত বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হল। সত্তরোর্ধ এক বৃদ্ধা বুধবার সকালে করণায় আক্রান্ত হয়ে মারা যান। ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। সৎকারের জন্য মহকুমাশাসকের কাছে আবেদন করেন বৃদ্ধার ছেলে। খবর পাওয়ার পরই বুধবার দুপুর নাগাদ প্রশাসনের পক্ষ থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাঁকসার মাধবমাঠে গত কয়েকদিন ধরে একই পরিবারের পাঁচ জনের মধ্যে মা ও ছেলে জ্বরে আক্রান্ত ছিলেন। তবে ছেলে সুস্থ হলেও গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন সত্তরোর্ধ বৃদ্ধা। বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন মৃতার পরিবারের সদস্যরা সকলেই। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। মৃতদেহ সৎকারের জন্য আতঙ্কে এলাকার মানুষ কেউ এগিয়ে আসতে চায় নি। মহকুমাশাসকের কাছে মায়ের মৃতদেহ সৎকারের ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানান মৃতার ছেলে। সেই আবেদনের ভিত্তিতে দুর্গাপুর মহকুমা প্রশাসন সৎকারের ব্যবস্থা করে।