বিজেপির এক মহিলা কর্মীকে প্রকাশ্য রাস্তার উপর দাঁড় করিয়ে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই বর্ধমান শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই বৈকুন্ঠপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সদস্যা তথা স্থানীয় তৃণমূল নেত্রী মিতা দাস অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ধমানের বৈকুন্ঠপুর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার হ্যাচারী রোড দুর্গাপুকুর এলাকায় বুধবার বিজেপির এক মহিলা কর্মীকে তৃণমূলের নেতা কর্মীরা ঘিরে ধরে তাঁর উদ্দেশ্যে অকথ্য ভাষায় কথা বলতে শুরু করে। এমনকি ওই বিজেপির ওই মহিলা কর্মীকে মারধর করার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরইমধ্যে স্থানীয় তৃণমূল নেত্রী মিতা দাস ওই বিজেপি কর্মীকে প্রকাশ্যে রাস্তার উপর কান ধরে ওঠবস করতে বলেন বলে অভিযোগ। ভয়ে ওই মহিলা বিজেপি কর্মী কান ধরে ওঠবস করতে শুরু করেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে মিতা দাস বলেন, ‘ওই মহিলার স্বামী ও ওই মহিলা মিলে তৃণমূলের ছেলেমেয়েদের মারধর করেছে। সেই কারণে তৃণমূলের অন্যান্য কর্মীরা তাঁকে ঘিরে ধরেছিল। তিনি তাঁকে সেখানে বাঁচানোর জন্য গিয়েছিলেন। তিনি তাঁকে কান ধরে ওঠবস করাতে বাধ্য করেন নি। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করা হয়েছে।

Like Us On Facebook