দুর্গাপুরের শিল্পতালুক লেনিন সরণিতে মঙ্গলবার ফের একটি বেসরকারি কারখানায় বকেয়া বেতন দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়। এদিন সকাল থেকে শ্রমিক বিক্ষোভের জেরে করোনা মোকাবিলায় লকডাউনে সোশ্যাল ডিসট্যান্সিং কার্যত মুখ থুবড়ে পড়ে লেনিন সরণিতে। এই কারখানার শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ফেব্রুয়ারি মাস থেকে শ্রমিকদের বকেয়া বেতন দিচ্ছে না। বিভিন্ন টালবাহানা করছে। এরমধ্যে আবার লকডাউন চলছে। শ্রমিকদের বাড়িতে অর্থের অভাবে অনটন দেখা দিয়েছে।

সোমবার লেনিন সরণিতে অন্য একটি বেসরকারি কারখানায় একই রকম শ্রমিক বিক্ষোভ হয়। এদিন প্রায় ৭০০ শ্রমিক এক জায়গায় জড়ো হয়ে কারখানার সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ও স্থানীয় বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল কারখানার সামনে ছুটে আসেন। পুলিশ ও বিধায়ক শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ করে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে ফোনে কথা বলে মিমাংসা সূত্র বের করেন। বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বলেন, ‘কথা হল বুধবার দুপুর থেকে ৫ মে পর্যন্ত সমস্ত শ্রমিকদের বকেয়া বেতন দফায় দফায় পরিশোধ করবে কারখানা কর্তৃপক্ষ।’

Like Us On Facebook