২০ টাকা খরচ করলেই ‘পাগলা গারদে’ ‘পাগল’ দেখার সুযোগ পাওয়া যাচ্ছে দুর্গাপুরের কল্পতরু মেলায়। একদিকে মাইকের মাধ্যমে পাগলা গারদ দেখার বিজ্ঞাপন চলছে। অন্যদিকে উৎসুক মানুষও ২০ টাকা দিয়ে টিকিট কাটছেন ওই ‘পাগলা গারদ’ দেখতে। কেউ শাহজাহানের চরিত্রে রয়েছেন, আবার কেউ প্রেমে ব্যর্থ হয়ে ‘পাগল’ হয়ে গারদে রয়েছেন। কল্পতরু মেলার ওই ‘পাগলা গারদে’ ঢুকলেই একনিমিষে মনে হবে যেন রাঁচির পাগলা গারদে ঢুকছেন। তবে এরা কেউই আসল পাগল নন, সকলেই অভিনেতা-অভিনেত্রী। কেউ ইঞ্জিনিয়ার তো কেউ আবার নবম শ্রেণির ছাত্রী। সকলেই দুর্গাপুর গুপি বাঘা নাট্য সংস্থার কর্মী। সকলেই ভালোবাসেন অভিনয় করতে। পেশাদার অভিনেতা-অভিনেত্রী। এখানে মোট পাঁচ জন অভিনেতা-অভিনেত্রী পাগল সেজেছেন। এরমধ্যে আছেন তাপস পাল নামে এক যাত্রা শিল্পী। পাশাপাশি কেউ স্কুল পড়ুয়া, কেউ দোকানের কর্মচারীও যেমন রয়েছেন, তেমনই রয়েছেন চাকরি থেকে অবসরপ্রাপ্ত এক কর্মীও।
গুপি বাঘা নাট্য সংস্থার এক প্রশিক্ষক দুলাল দাস বলেন, ‘সকলেই আমরা কিন্তু এক ধরণের পাগল। কোন কিছু পেতে যেমন পাগলামি করি, তেমনই সেই সব পাওয়া থেকে বঞ্চিত হলেই আমরা মানসিক অবসাদে ভুগতে থাকি। মানসিক অবসাদের চিকিৎসা না হলেই কিন্তু আমরা সেই পাগলই হয়ে যাই। তাই আমরা অভিনয়ের মাধ্যমে কল্পতরু মেলায় প্রদর্শনীর আয়োজন করেছি মাত্র।’