দুর্গাপুরের সিধু-কানু ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হল ৭৯ তম জাতীয় জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার খেলাগুলি শুরু হবে আগামী কাল থেকে। চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। সোমবার প্রতিযোগিতার উদ্বোধন করেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি ও পুলিশ কমিশনার লক্ষীনারায়ণ মিনা।
টেবল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার পৃষ্ঠপোষকতায় ও রাজ্য টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সহযোগিতায় দুর্গাপুরে আয়োজিত হচ্ছে জাতীয় স্তরের জুনিয়র টেবিল টেনিস প্রতিযোগিতা। বিভিন্ন রাজ্য থেকে এসেছেন প্রতিযোগীরা। এই প্রতিযোগিতায় জাতীয় স্তরে নিজেদের র্যাঙ্কিং উন্নত করার সুযোগ থাকছে প্রতিযোগীদের কাছে। বিভিন্ন রাজ্য থেকে ৮০০ প্রতিযোগী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য ১০ লক্ষ টাকা।
Like Us On Facebook